মসজিদকেন্দ্রিক কর্মসূচি-

১। আপনার বাসার আশেপাশের ১/২টি মসজিদের দায়িত্ব নিন। মসজিদের খতীব সাহেবকে পাঠ্যপুস্তকের ট্রান্সজেন্ডার ইস্যুর এই লিফলেটটি দিন। সেই সঙ্গে শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহর পাঠ্যপুস্তক পর্যালোচনার ভিডিওটি। অনুরোধ করুন খুতবায় কিছু বলার জন্য।
জেনা দিবসের জন্য লস্টমডেস্টির লিফলেটের কপি এবং আকাশের ওপারে আকাশ বইটি উপহার দিতে পারেন। জেনা দিবসের আগে এখনো ১টি শুক্রবার আছে। এই খুতবাহতে জেনা দিবস নিয়ে কথা বলার অনুরোধ করুন।

২। জুম্মার সালাতের পরে ট্রান্সজেন্ডার ইস্যু ও জেনা দিবসের লিফলেট বিতরণ করুন। মসজিদ কমিটিকে আগে থেকে বিষয়টি জানিয়ে রাখতে পারলে ভালো।

৩। তাবলীগের ভাইদের মাধ্যমে বা অন্যকোনভাবে জেনা দিবসের দিন ও আগের দিন এলাকার উঠতি বয়সীদের জন্য মসজিদে প্রোগ্রামের আয়োজন করুন। হালকা তবারকের ব্যবস্থা করা যায়। আকাশের ওপারে আকাশ, এখন যৌবন যার, বেলা ফুরোবার আগে এই টাইপ বই গিফট করা যায়।

শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক-

স্কুল,কলেজ, মাদ্রাসা, প্রাইভেট হোম,কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার বা এধরণের যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে টার্গেট করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক কাজগুলো কয়েকভাবে করা যায়।

১। আমাদের সবারই ২/১ জন প্রিয় স্যার থাকেন। এমন স্যারদের সঙ্গে যোগাযোগ করা। স্যারদেরকে ১ নম্বর পয়েন্টে আলোচিত ম্যাটেরিয়ালসগুলো দেওয়া। সেই স্যারকে অনুরোধ করা অন্যান্য শিক্ষকদের এই ম্যাটেরিয়ালসগুলো যেন উনি দেন। এর পাশাপাশি ক্যাম্পাসের ক্লাসে ক্লাসে গিয়ে লিফলেট বিতরণ, আলোচনা করা বা সেমিনার আয়োজনের সুযোগ দেবার জন্য স্যারকে অনুরোধ করা। স্কুল কর্তৃপক্ষকে রাজি করানোর ক্ষেত্রে সহায়তা কামনা করা।

কোচিং সেন্টার, গ্রাম বা মফস্বলের স্কুল কলেজের ক্ষেত্রে এমন কর্মসূচি চালানো এখনো অনেক সহজ। তবে শহরের কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে লিফলেট বিতরণ বা সেমিনার কিছুটা কঠিন হতে পারে। সেক্ষেত্রে বেশী গুরুত্ব দিতে হবে ৫ নম্বর পয়েন্টের ক্ষেত্রে।

২। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে দেখবেন অনেক অভিভাবক বসে থাকেন। তাঁদের মাঝে ট্রাns এর লিফলেট বিতরণ করতে পারেন। পাশাপাশি শায়খ আহমাদুল্লাহর লেকচারটা। জেনা দিবস সম্পর্কে সচেতন করার জন্য লস্টমডেস্টির পতনের আওয়াজ পাওয়া যায় টাইপের লিফলেট বিতরণ করতে পারেন। সন্তানকে প্রেম জেনা ব্যভিচার থেকে বাচানোর জন্য দরকারী বইগুলো পড়ানোর কথা বলতে পারেন। অভিভাবকদের পাশাপাশি স্টুডেন্টদের মাঝে ট্রান্সজেন্ডার ইস্যু লিফলেট,শায়খ আহমাদুল্লাহর লেকচার, লস্টমডেস্টির অশ্লীলতা জেনা ব্যভিচার কেন্দ্রিক যে লিফলেটগুলো আছে সেগুলো বিতরণ করলেন।

৩। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অভিভাবকদের মিটিং হয়। এসমস্ত মিটিং এ অভিভাবকেরা পাঠ্যপুস্তকের বিষয়টি তুলে ধরতে পারেন। অবশ্য এই ইস্যুতে মিটিং এর জন্য অপেক্ষা না করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা দরকার।

সমাজের অন্যান্য স্তর/স্থানকেন্দ্রিক-

১। ওয়াজের ময়দান, ইস্তেমা, ইসলামি বইমেলা টাইপের গনজমায়েত, চায়ের দোকান, বিনোদন পার্ক, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বাজার ইত্যাদি পাবলিক প্লেসে লিফলেট বিতরণ করা। পোস্টারিং করা। দোকানদারদের কিছু লিফলেট দিয়ে আসা। যেন দোকানের ক্রেতাদের উনি হাতে হাতে লিফলেট ধরিয়ে দিতে পারেন।

২। পত্রিকার হকারদের সাথে যোগাযোগ করা। তারা পত্রিকার ভাজে ট্রান্সজেন্ডার ও জেনা দিবসের লিফলেট রেখে বিতরণ করে দিল। পকেটে কিছু টাকা গুজে দিলে সানন্দে রাজি হবার কথা ।

৩। বইয়ের লাইব্রেরি, স্টেশনারির দোকানে শিক্ষার্থী ও অভিভাবকদের বেশী আগমণ ঘটে। এই দোকানগুলোতে বেশী গুরুত্ব দেওয়া। প্রতিটি ক্রেতার হাতে ট্রান্সজেন্ডার ও পতনের আওয়াজ পাওয়া যায় ও জেনা দিবসের লিফলেট যেন দোকানী তুলে দেন সেই ব্যবস্থা করা।

৪। অনলাইন লাইব্রেরি, আতর,মধু,পাঞ্জাবি ইত্যাদি ইসলামিক প্রোডাক্ট বিক্রি করেন এমন ভাইদেরও এগিয়ে আসতে হবে। পণ্য ডেলিভারির সময় পণ্যের সঙ্গে ২/১ কপি লিফলেট পাঠানো যায়।

৫। জাতীয় ও এলাকাভিত্তিক বিভিন্ন যুবসংঘ, সমাজ সেবামূলক সংঘ,ক্লাব ইত্যাদি থাকে- যারা রক্তদান, শীতবস্ত্র বিতরণ,ত্রাণ বিতরণ ইত্যাদি কর্মসূচি পরিচালনা করে বছরজুড়ে। এই সংগঠণগুলো সর্বোচ্চ কাজে লাগাতে হবে।

ক্যাম্পেইনে মূখ্য ভূমিকা রাখতে পারবেন যারা-

১। সম্মানিত ইমাম, আলেম উলামাগণ,মাদ্রাসার ত্বলবুল ইলম ভাইয়েরা, মসজিদ কমিটি
২। স্কুল কলেজের শিক্ষকবৃন্দ
৩। অভিভাবকশ্রেণী
৪। সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ
৫। চিকিৎসক,মেডিকেল স্টুডেন্ট (ট্রান্সজেন্ডার ইস্যুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন)
৬। ব্যবসায়ী, উচ্চবিত্তশ্রেণী (ফান্ড প্রদান করে)

ক্যাম্পেইনের প্রাণ হবেন আমাদের কিশোর-তরুণ-যুবক ভাই’রা। উল্লেখিত ৬ শ্রেণীর মধ্যে সমন্বয় সাধন, মাঠ পর্যায়ে দৌড়ঝাপ করবেন এই সজীব, উদ্যোমী, দেশ ও জাতির জন্য আত্মোৎসর্গকারী ,স্বাপ্নিক ভাইয়েরাই।

ক্যাম্পেইনের ক্ষেত্রে কিছু জরুরি বিষয়-

ক) দাওয়াত দেবার পদ্ধতি হবে অনেকটা তাবলীগী স্টাইলে। মারমার কাটকাট ভংগিতে নয়। উত্তেজিত হয়ে নয়। গরম স্লোগান দিয়ে নয়। কোনো ট্যাগ, লেবেল মেরে নয়। ধীরস্থির, শান্ত ভঙ্গিতে, ভালোবাসা ও কল্যাণকামিতা দিয়ে।

খ) কথাবার্তা হবে টু দ্যা পয়েন্ট। ইস্যুর বাইরে অন্য কোনো টপিকে না। তা যতোই গুরুত্বপূর্ণ হোক না কেন।

গ) সবক্ষেত্রে ছবি তোলা জরুরি নয়। কোনো ব্যক্তির ছবি তোলার আগে অনুমতি নিতে হবে।

ঘ) ক্যাম্পেইন কার্যক্রমে দলমত,ধর্ম নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে সাথে নেওয়া। সকল পরিচয়, কানেকশন,লিংক কাজে লাগানো। বিড়িখোর টাইপের কেউ হলেও তাদের সহায়তা নেওয়া। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই,পাইলেও পাইতে পারো অমূল্য রতন-টাইপ এপ্রোচ নেওয়া। এ দেশ, এ সমাজ শুধু আমার আপনার নয়। সকলের।

ঙ) ১/২ জন মিলে, ১০০/৫০০ টাকা নিয়েই কাজ শুরু করা যায়। একটু সাহস করতে হবে।

চ) পাবলিক ফান্ডিং এর মাধ্যমে লিফলেট, বই ইত্যাদির খরচ জোগাড় করলে টাকা পয়সার হিসাব পরিষ্কার রাখা।

ক্যাম্পেইনের ক্ষেত্রে একটি বিশেষ জরুরি পয়েন্ট-

উত্তরবঙ্গে ক্যাম্পেইন তুলনামূলক কম হয়। সেখানে আলেম উলামাদের সংখ্যাও দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কম। সেই সাথে পুরো বাংলাদেশের গ্রামগুলোর অবস্থা খুবই ভয়াবহ। জেনা-ব্যভিচার,পরকীয়া, অশ্লীলতা,পর্ণ আসক্তি, গেইম আসক্তি ইত্যাদি মারাত্মক আকার ধারণ করেছে। পাঠ্যপুস্তকের ট্রান্সজেন্ডার ইস্যুটাও তাদের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলবে বলেই সব লক্ষণ বলছে। উত্তরবঙ্গে এবং গ্রামে ক্যাম্পেইনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। দরকার হলে শহর থেকে গ্রামে গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে ক্যাম্পেইন করতে হবে। গ্রামে ক্যাম্পেইন করার পরিবেশ,অনুমতি পাওয়া ইত্যাদি শহরের তুলনায় অনেক সহজ।

অনলাইনের প্রভাবশালী ব্যক্তিদের প্রতি বিশেষ আহবান-

ক) সকল মতপার্থক্য ভুলে দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। পোস্ট,ভিডিও ইত্যাদির মাধ্যমে নিয়মিত প্রচারণা চালাতে হবে।

খ) তরুণদের মাঠ পর্যায়ে কাজ না দিয়ে শুধু বই/কোর্স এর ক্রেতা বানালে তারা একসময়ে ঝরে পড়বে। এই বাস্তবতা উপলব্ধি করে ফ্রেন্ড ফ্যান ফলোয়ারদের ক্যাম্পেইনের কাজে জোরতাল উৎসাহ দিতে হবে।

গ) কানেকশন কাজে লাগিয়ে মাঠপর্যায়ের ক্যাম্পেইনের কাজে সাহায্য করতে হবে।

 

ক্যাম্পেইনের কাজে সহায়ক কিছু টুলসঃ

১। লিফলেট-

পাঠ্যপুস্তকের ট্রান্স ইস্যু, ইতিহাস বিকৃতি ইস্যু সম্পর্কিত লিফলেট

https://tinyurl.com/tra42

https://tinyurl.com/text42

যেনা-ব্যভিচার, ভ্যালেনটাইন কেন্দ্রিক লস্টমডেস্টির লিফলেটসমূহ

প্রেম বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্কের ব্যাপারে ১৪+ বয়সীদের মধ্যে ভ্যালেন্টটাইন ডে ও সারাবছর ব্যাপী বিতরণযোগ্য লিফলেট- আকাশের

ওপারে আকাশ- https://tinyurl.com/PremLeaflet

ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে ছাত্র, ছাত্রীদের মধ্যে বিতরণযোগ্য লিফলেটের সফটকপি- ভালোবাসার ফেব্রুয়ারি- https://tinyurl.com/valohok

কলেজ ছাত্র, ভার্সিটির ছাত্রদের (১৫+) মধ্যে বিতরণযোগ্য পর্ণ-হস্তমৈথুন বিষয়ে লিফলেটের সফটকপি- https://tinyurl.com/y2ugjtw5

অভিভাবকদের মধ্যে বিতরণযোগ্য পর্ণ হস্তমৈথুন বিষয়ে লিফলেটের সফটকপি- https://tinyurl.com/y4g8s4zn

২। লেকচার- শায়খ আহমাদুল্লাহর পাঠ্যপুস্তক পর্যালোচনার ভিডিও

https://www.youtube.com/watch?v=bWPVwmBUgKY

পাঠ্যপুস্তকে মুসলিম শাসন: বিভ্রান্তি ও বাস্তবতা | ড. এ কে এম শাহনাওয়াজ

https://www.youtube.com/watch?v=bF1gFK9HHSg

৩। পোস্টার- পাঠ্যপুস্তক ইস্যু ও জেনা দিবস ইস্যু নিয়ে সচেতনতামূলক বিভিন্ন পোস্টার

প্রেম-জেনা-ব্যভিচার-ভ্যালেন্টাইন পোস্টার- https://tinyurl.com/premposter

৪। বই- আকাশের ওপারে আকাশ, এখন যৌবন যার, বেলা ফুরোবার আগে, মুক্ত বাতাসের খোঁজে ইত্যাদি (আরও সাজেশন দিতে পারেন)

৫।লস্টমডেস্টির ক্যাম্পেইন করার গাইডলাইন – https://www.facebook.com/media/set/…