১। বিচার দিবসে আল্লাহর কাছে ৫টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত আপনি এক পা-ও নড়তে পারবেন না। তার মধ্যে একটি প্রশ্ন হলো, আপনি আপনার তারুণ্য-যৌবন কীভাবে কাজে লাগিয়েছেন?
যৌবনকে দ্বীনের কাজে ইউটিলাইজ করার উত্তম একটি পন্থা হলো ইসলামি সামাজিক অ্যাক্টিভিজম।
২। স্কুল-কলেজ ও ভার্সিটিগামীদের হাতে অবসর সময় অনেক৷ সাধারণত এই সময়গুলো সোশ্যাল মিডিয়া, আড্ডা বা শুয়ে-বসে কেটে যায়। তারুণ্যের এই মূল্যবান সময়গুলো অর্থহীন কাজে অপচয় না করে সামাজিক অ্যাক্টিভিজমে দিলে সমাজে একটা ইতিবাচক প্রভাব রাখা যাবে।
৩। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আমাদের উপর আল্লাহ প্রদত্ত অন্যতম দায়িত্ব। প্রত্যেক নবী আলাইহিমুস সালামের দাওয়াহর একটি গুরুত্বপূর্ণ অংশ আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে অ্যাক্টিভিজমের মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালন করতে পারি। সমাজের সাধারণ মানুষের কাছে দাওয়াহ পৌঁছানোর ও ইসলামের অবস্থান স্পষ্ট করার একটি ভালো মাধ্যমও সামাজিক অ্যাক্টিভিজম।
৪। এমন অনেকে আছেন যারা সামাজিক কাজ করতে ইচ্ছুক। কিন্তু বয়সের একটি নির্দিষ্ট গন্ডি পেরিয়ে গেলে তারুণ্যের সেই কর্মস্পৃহা এবং সময়-সুযোগ থাকে না। জীবন-জীবিকার কাজে ব্যস্ত হয়ে পড়ে মানুষ। কিন্তু সমাজের এই অংশের মানুষেরা তরুণদের কাজ দেখে খুশি হন। তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তরুণরা কাজে নেমে পড়লে এমন অনেক মানুষ তাদের কাজে আর্থিকভাবে সাহায্য করতে পারবেন। কিন্তু কাজটা শুরু করতে হবে তরুণদের, হাল ধরতে হবে তরুণদের।
৫। জেনারেল দ্বীনদার তরুণরা তাদের স্কুল-কলেজ ও ভার্সিটিতে প্রতিদিনই সামাজিক অবক্ষয়ের মুখোমুখি হয়। নিজ চোখের সামনে বিষয়গুলো ঘটতে দেখে। দেশে সিংহভাগ ইসলামোফোবিয়ার সম্মুখীনও হয় জেনারেল দ্বীনদাররা। তাছাড়া জেনারেলদের মধ্যে যারা জাহিলিয়্যাহ ছেড়ে দ্বীনে এসেছে তারা হারাম রিলেশন, পর্ণ ইত্যাদির মত অবক্ষয়ের সাথে ফাইট করে এসেছে। এসব অবক্ষয়ের মনস্তত্ত্ব সম্পর্কে তারা ওয়াকিবহাল, অবিজ্ঞ। এসব বিষয়ে তাদের কাজই বরং বেশি ইফেক্টিভ হবে। সমাজের সাধারণ মানুষের কাছে, বিশেষ করে তরুণদের কাছে তরুণরাই পৌঁছাতে পারবে।
জীবনের পেরিয়ে আসা দিনগুলোর মতো তারুণ্যও একসময় গত হবে, অতীত স্মৃতি হয়ে যাবে। তাই সময় থাকতেই একে অর্থপূর্ণ করে তুলি, তারুণ্য যেন বার্ধক্যে আফসোসের কারণ না হয় তা নিশ্চিত করি। আল্লাহর সামনে পেশ করার মতো অন্তত একটি উত্তর যেন থাকে, সে জন্য হলেও ইসলামি সামাজিক অ্যাক্টিভিজমে নেমে পড়ি।