নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট সাড়াজাগানো ইফতার মাহফিলের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষ্য করুন-
১. তারা সাধারণ ছাত্রদেরকে নিয়েই এ কাজটা করেছেন। শুধু দ্বীনি ভাইদেরকে নিয়ে হালাকাহর মত কিছু করেননি। তাদের কাজে আগ্রহী হয়ে নন প্র্যাক্টিসিংরাও তাদেরকে ইকোনমিকেলি সাহায্য করেছে।
২. তারা ইসলামী ড্রেসআপ পরিপূর্ণভাবে ধারণ করেছেন। যার ফলে প্র্যাক্টিসিংদের ব্যাপারে অংশগ্রহণ করা ছাত্রদের একটা পজেটিভ ইম্প্রেশন তৈরি হয়েছে।
৩. তারা ক্যাম্পাসে একটা ভিন্ন কালচার ইন্ট্রোডিউস করেছেন।
৪. উনারা সফল প্রোগ্রাম করতে পেরেছেন, কেননা পরস্পর দেখা সাক্ষাৎ ওঠা বসার কারণে তাদের মধ্যে অসাধারণ একটা বন্ডিং ছিলো।
৫. টাকা পয়সার যথাযথ হিসাব তারা দিয়েছেন।
৬. তারা এখানে হিকমাহর অজুহাতে নিজেদের দ্বীনকে নিয়ে লুকোছাপা করেননি। ইসলামী পরিচয় ও ম্যাসেজ পরিষ্কার রেখেই এ কাজ সম্পন্ন করেছেন।
যারা এক্টিভিজম করেন, ক্যাম্পাসে বা এলাকায়, তাদের এগুলো মাথায় রাখা খুব বেশি জরুরি। এটা খুব ভালো একটা কেস স্টাডি হতে পারে আপনাদের জন্য।
বারাকাল্লাহ, নর্থ সাউথের দ্বীনি ভাইয়েরা!

মূল প্রোগ্রাম- https://www.facebook.com/watch/?v=1146284076506710