অনেক বোনই লিফলেট বিতরণ করতে ইচ্ছুক, কিভাবে কী করবেন বুঝতে পারছেন না। তাদের জন্য আমার কিছু পরামর্শ।

বোন, আপনি একজন মেয়ে। আপনি চাইলেও ছেলেদের মাঝে লিফলেট দিতে পারবেন না, তাদের নসিহা করতে পারবেন না৷ এটি শরিয়াহ সমর্থিতও না। তাই আপনি চাইলে আপনার পরিবারের মাহরাম এবং বান্ধবীদের মাঝে দাওয়াহ দিতে পারেন ইনশা আল্লাহ। এছাড়াও নানাভাবে করতে পারেন, একে একে পয়েন্ট আকারে বলি ইনশা আল্লাহ।

১. আপনি আপনার বান্ধবীদেরকে লিফলেট পড়তে দিতে পারেন। তাদের বাসায় হয়তো ছোট ভাই কিংবা বোন আছে। আপনার বান্ধবীরা লিফলেট পড়ার মাধ্যমে দুটি ফায়দা হবে। নিজেরা সতর্ক হবে একইসাথে তাদের ছোট ভাই-বোনদের ব্যপারে তারা সচেতন হবে ইনশা আল্লাহ।

২. বান্ধবীদের লিফলেট দেয়ার সময় প্রত্যেককে অতিরিক্ত দু-একটি লিফলেট দিন এবং বলুন এগুলো তাদের বাসায় রাখতে কিংবা তাদের মাহরামের সাথে শেয়ার করতে।

৩. অশ্লীল বিনোদনের বিকল্প হিসেবে তাদেরকে ‘ষোলো’, ‘আবিদ’, ‘উদ্ভাস’ ইত্যাদি কিশোর ম্যাগাজিন পড়তে দিতে পারেন। সম্ভব না হলে তাদের জানান, উৎসাহিত করুন।

৪. পাশাপাশি আপনার বাসায় এই ম্যাগাজিনগুলো রাখতে পারুন ইনশা আল্লাহ।

৫. আপনার আত্মীয় মাহরামদের মাঝে লিফলেট দিয়ে তাদের সাথে এসব বিষয়ে আলোচনা করুন, অনেকটা পারিবারিক তালিমের মতো হলে মন্দ হয় না।

৬. বাস্তবতা ও আফসোসের বিষয় হচ্ছে আমাদের বোনরাও এসব ফিতনায় জড়িয়ে আছে, আপনি আপনার পরিচিত মাহরাম ও বান্ধবীদের মাঝে এসব বিষয়ে আলোচনা করতে পারুন। এই ফিতনাগুলোর ভয়াবহতা বুঝানোর চেষ্টা করার পাশাপাশি এগুলো থেকে উত্তরণের পন্থা নিয়ে আলোচনা করতে পারুন ইনশা আল্লাহ।

৭. সর্বোপরি শরিয়তের বিধানগুলো যথাযথ পালনের মাধ্যমে পারিবারে ও আপনার বান্ধবীদের মাধ্যে দাওয়াহর ধারা বজায় রাখা।

মনে রাখবেন, কাউকে দাওয়াহ দেয়ার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বারবার মনে করিয়ে দেয়া৷ জাস্ট লাইক রিমাইন্ডার। আমাদের এই রিমাইন্ডার হতে হবে। নিজের সীমানায় থেকে বারবার মনে করিয়ে দিতে হবে আমাদের প্রিয়জনদের।