ভাইদের প্রতি আমাদের কমন একটা সাজেশন থাকে, নিজের এলাকায় কিছু ভাইদেরকে নিয়ে আগে সংঘবদ্ধ হওয়া, ক্লাব ফরম্যাটে কিছু একটা তৈরি করা, তারপর তাদের নিয়ে কাজে নেমে পড়া।
কিন্তু প্রায় সময় ভাইদের একটা প্রশ্ন পাই, “ভাইয়া আমি তো একা। কাউকে চিনি না। কীভাবে কাজ করবো?”
আমাদের অনেক ভাই-ই কিছুটা ইন্ট্রোভার্ট, সেভাবে মানুষের সাথে না মেশায় এ সমস্যা হয়। সেক্ষেত্রে একটা অব্যর্থ টোটকা দিই। (ব্যর্থ হলে আমি কোনো প্রকার জরিমানা দেবো না কিন্তু, হুঁম!)
আপনার বাসার পাশের কোনো একটা মসজিদ ও টঙের দোকানে যাবে। দেড় থেকে দুই মাস রেগুলার সে মসজিদে জামায়াত পড়বেন বা সে টঙ এর দোকানে বিকেলে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে চা খাবেন। দেখবেন আপনার বয়েসী কিছু ছেলে রেগুলার সে মসজিদে আসে, সে টঙের দোকানে চা খায়। তাদের পাশে বসবেন। কোনো একটা বিষয় নিয়ে চায়ের দোকানের আড্ডা শুরু করবেন। কথা বলবেন।
ইনশাআল্লাহ এভাবে একটা সার্কেল তৈরি হয়ে যাবে।