মসজিদে ব্যানার টানানো/ব্ল্যাকবোর্ড/হোয়াইট বোর্ড/মুদির দোকানের মালের বাক্সে মার্কার দিয়ে লেখে/প্রিন্ট করা লেখা স্কচটেপ/আঠা দিয়ে লাগিয়ে সামাজিক ইস্যু নিয়ে মসজিদ ভিত্তিক ভালো কাজ করা যায়।
যেমন ভ্যালেন্টাইন উপলক্ষ্যে একটা কাগজে মেসেজ লেখতে পারেন – কথিত ভালোবাসা দিবস এর ফিতনা থেকে সচেতন হয়েছেন তো?
এই ব্যানার/বোর্ডে লেখা মেসেজের নিচে একটা চেয়ার/টেবিল রাখলেন। সেই চেয়ার বা টেবিলের উপরে একটা কাগজের বক্সে ভ্যালেন্টাইন সংক্রান্ত কিছু লিফলেট রাখলেন।
মসজিদে আগত সবাই কৌতূহলী হয়ে অন্তত একবার হলেও বাক্সের কাছে এসে লিফলেট পড়ে দেখবে।
দেখেন পারেন কিনা। মসজিদ কমিটির সাথে কথা বলেন। ২০/৩০ টা লিফলেট এভাবে রাখলেই অনেক মানুষের কাছে পৌছানো যাবে ইনশা আল্লাহ। অনেক কার্যকর ভাবে।